Skip to Content
Filters

author.name

Mazharul Islam (Anyaprokash)

মাজহারুল ইসলাম স্কুলজীবন থেকে সম্পৃক্ত নানা সৃজনশীল কর্মকাণ্ডের। সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় যুক্ত হন গ্রুপ থিয়েটার আন্দোলনে। এসময় তিনি মুদ্রণ ও প্রকাশনাশিল্পের সঙ্গেও জড়িত হন অপেশাদার হিসেবে। গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তরডিগ্রি অর্জনের কয়েক বছরের মধ্যেই ১৯৯৬-এর জানুয়ারিতে পাক্ষিক ‘অন্যদিন’ সম্পাদনা ও প্রকাশনার মাধ্যমে শুরু হয় এক নতুন যাত্রা। পরের বছর সৃজনশীল প্রকাশনায় উৎকর্ষের সন্ধানে শুরু করেন ‘অন্যপ্রকাশ। বই প্রকাশে পেশাদারিত্ব আর মুদ্রণ ও বিপণনের আধুনিক কলাকৌশল প্রয়ােগের মাধ্যমে অল্প। সময়েই তা মনােযােগ আকর্ষণ করে সবার। বাংলা | ভাষার সবচেয়ে জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের। প্রায় সকল বই এক দশকের বেশি সময় ধরে প্রকাশের ফলে একটা অভিনব জুটি তৈরি হয়, লেখক-প্রকাশক জুটি। বিভিন্ন আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতায় স্বপ্ন দেখেন একদিন আমাদের এই শিল্পও পৌছাবে এমন এক উচ্চতায়, যার অহংকারের অংশীদার হবে প্রতিটি বাঙালি। তার পরিচালনায় নির্মিত তিনটি টিভি নাটক, একটি টেলিফিল্ম ও একটি ধারাবাহিক নাটক দর্শকসমালােচকদের প্রশংসা পেয়েছে। এটি তার দ্বিতীয়। মৌলিক গ্রন্থ। তিনি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি, এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসােসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। স্ত্রী তানজিনা রহমান স্বর্ণা ও দুই পুত্র অমিয়-অন্বয়কে নিয়ে তাঁর আপনভুবন।