Skip to Content
Filters

author.name

Mohit Ul Alam

মোহীত উল আলম জন্ম চট্টগ্রামের আলম পরিবারে ১৯৫২ সালে, যে পরিবারের আতিথ্য গ্রহণ করেছিলেন কবি নজরুল ১৯২৯ সালের জানুয়ারি মাসের ২৫ ও ২৬ তারিখে। লেখকের অন্যতম চাচা কবি দিদারুল আলমের সঙ্গে নজরুলের সখ্যতা জন্মে , সে সূত্রে হাটহাজারি থানার ফতেয়াবাদ গ্রামে লেখকের পৈতৃক বাড়িতে জাতীয় কবির আগমন ঘটে। কবি ছিলেন যুদ্ধফেরত সৈনিক-কবি। আবার লেখকের বাবা সাহিত্যিক মাহবুব-উল আলমও ছিলেন যুদ্ধ-ফেরত লেখক। দুজনের। মধ্যে পরিচয়ও হয়। আবার লেখক যখন ২০১৩ সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ত্রিশালস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান, কাকতালীয়ভাবে হলেও এই পদায়ন লেখকের কাছে কবি নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মােক্ষম সুযােগ হিসেবে প্রতিভাত হয়, এবং ত্রিশালে নজরুলের স্বল্পকালীন অধিবাস সম্পর্কে তিনি গবেষণামূলক অনুসন্ধান চালান। এর ফলে ক্রমে ক্রমে নজরুল সম্পর্কে লেখকের মনে কিছু তাত্ত্বিক বক্তব্য তৈরি হয়, যার ফলশ্রুতিতে এই বইটির কবি নজরুল: বিদ্রোহীর এই রক্ত প্রকাশ। মােহীত উল আলম প্রবন্ধ ছাড়াও উপন্যাস, গল্প, কবিতা, অনুবাদ, ক্রীড়া-রচনা, ভ্রমণকাহিনি ও কলাম লেখেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশাের্ধ্ব। বর্তমানে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।