Prof. Manzurul Islam
অধ্যাপক মনজুরুল ইসলাম বাল্যকাল থেকেই লেখালেখির সাথে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতায় স্নাতকোত্তর লাভ করেন। যুক্তরাষ্ট্র থেকে। প্রকাশনা বিজ্ঞান ও স্কলারলি পাবলিশিংয়ে পিএইচডি লাভ করেন। তিনি প্রফেশনাল। পাবলিশিংয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন যুক্তরাজ্যের অক্সফোর্ড, যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ও কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে। প্রকাশনা শিল্পে প্রথমে কাজ করেন বারাে বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বাংলাদেশ শাখার প্রধান এবং বাংলাদেশ বুকস্ ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে থেকে। এরপর আড়াই দশক যুক্ত ছিলেন সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ প্রজেক্টে প্রকাশনা বিশেষজ্ঞ ও সিনিয়র রিসার্চার এবং সৌদি আরবের কিং সউদ ইউনিভার্সিটির একাডেমিক পাবলিশিং (ইংরেজি) বিভাগের প্রধান হিসেবে। এর মধ্যে কিছুকাল কানাডায় শিক্ষকতা, প্রকাশনা-সম্পাদনা ও গবেষণার কাজ করেন। দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, সিম্পােজিয়ামে অংশগ্রহণ ও প্রবন্ধ পাঠ করেছেন এবং আন্তর্জাতিক জার্নালে। বিভিন্ন গবেষণা, প্রবন্ধ প্রকাশ পেয়েছে। | প্রকাশনাশিল্পের এই ত্রিকালদর্শী-বােদ্ধা জন্মগ্রহণ করেছেন ১৯৪৩ সালে শরিয়তপুর। জেলার সখিপুরে। বর্তমানে অন্যতম খণ্ডকালীন অধ্যাপক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগে, এর প্রতিষ্ঠাকাল থেকে। পাশাপাশি ব্যস্ত রয়েছেন তার প্রতিষ্ঠান ‘দি স্কলার’-এ, প্রকাশনা বিষয়ক একাডেমিক বই রচনা, গবেষণা ও এই বিষয়ে প্রশিক্ষণদানে।