Skip to Content
Filters

author.name

Ratantanu Ghati

রতনতনু ঘাটী জন্ম ১৯৫৩ সালের ৩০ শে জুন। অবিভক্ত মােদিনীপুর জেলার মহিষাদল থানার রাজারামপুর গ্রামে। বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৮২ সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। ১৯৮৫ সাল থেকে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালে আনন্দমেলা পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে সহ-সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। বড়ােদের জন্যে কবিতা, গল্প, উপন্যাস লেখার পাশাপাশি ছােটোদের জন্যেও মনকাড়া সব লেখা লেখেন। তাঁর লেখায় ছড়িয়ে থাকে মানুষের লাবন্য, মায়াময় নদী- পথঘাট। গাছপালা- ফুল- পাখির মাধুর্য। এ পর্যন্ত তার পঁয়তাল্লিশটিরও বেশি বই। প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে একাধিক কিশাের গ্রন্থ। শুভম সাহিত্য পুরস্কার, সােপান সাহিত্য পুরস্কার, গঙ্গা-ভাগীরথী সাহিত্য পুরস্কার, নয়ন “সাহিত্য পুরস্কার, কৃষ্ণ-মৃত্তিকা সাহিত্য পুরস্কার, হলদিয়া সাহিত্য পরিষদ পুরস্কার, বিপ্লবী সাংবাদদর্পণ পুরস্কার, মেদিনীপুর রত্ন। সম্মান ছাড়াও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন; পেয়েছেন পাঠকের অকুণ্ঠ ভালােবাসা। তাঁর প্রিয় শখ বই পড়া এবং বেড়ানাে।