Skip to Content
Filters

author.name

Said Hasan Dara

সাইদ হাসান দারা পাবনা শহরতলী ছাতিয়ানী গ্রামের এক সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন, ১০ আগস্ট ১৯৬০ সাল। পিতা মরহুম লতিফুর রহমান একদা ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়ােজিত ছিলেন। মাতা সুফিয়া বেগম। সাইদ হাসান দারা ছেলেবেলা থেকেই লেখাপড়ার ব্যাপারে ভারি খামখেয়ালী। এ-কারণে তিনি অগণিত শিক্ষা-প্রতিষ্ঠানের দেওয়াল টপকে, তারুণ্যের চৌকাঠ ডিঙিয়ে প্রকৃতির পাঠশালার ছাত্র বনে যাবার মতাে বিস্ময়কর সৌভাগ্যে অধিকারী হন। ১৯৯৫ সাল থেকে দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখালেখি শুরু করেন। প্রাথমিক পর্যায়ে কবিতা-ছােটগল্প, অনুবাদের মধ্যে তার লেখালেখি সীমাবদ্ধ থাকলেও ২০০০ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। এ-ব্যাপারে তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। শুধুমাত্র মুক্তিযুদ্ধের উপর এ-পর্যন্ত লেখকের প্রায় ১১টি সুদীর্ঘ ও সাড়া-জাগানাে উপন্যাস প্রকাশিত হয়েছে। এছাড়াও ছােটগল্প, কিশাের ক্লাসিক, রােমান্টিক উপন্যাস এবং রম্যরচনাও তার শিল্পকর্মের উল্লেখযােগ্য দিক। বৈবাহিক জীবনে তিনি এক সন্তানের জনক।