Skip to Content
Filters

author.name

Shariful Islam Bhuiyan

শরিফুল ইসলাম ভূঁইয়া শিক্ষক, গবেষক ও স্কাউটার। ০১ মার্চ, ১৯৭৬ খ্রিস্টাব্দে হুগড়া ইউনিয়নের চকগােপাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। সাত ভাইবােনের মধ্য ষষ্ঠ। পিতা-মাে.জহির উদ্দিন ভূঁইয়া এবং মাতা-মােছাম্মত মােমেনা খাতুন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (সম্মান), এমএ এবং এমফিল ডিগ্রি লাভ করেছেন। আজীবন সদস্য বাংলাদেশ ইতিহাস পরিষদ ও সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল। সহকারী অধ্যাপক এবং উডব্যাজধারী একজন স্কাউটার। টাঙ্গাইল শহরে বসবাসরত। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের। ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ‘বাঙালি মধ্যবিত্তশ্রেণির বৈপ্লবিক চিন্তা ও চেতনার বিকাশধারা। (১৮৫৮-১৯৪৭)' শীর্ষক পিএইচডি গবেষণারত।