Showkot Hossain - Editor
কবি শওকত হোসেন জন্ম ১৬ ডিসেম্বর ১৯৭১, মাদারীপুর জেলাধীন গোবিন্দপুর গ্রামে নানাবাড়িতে। মা রাবেয়া খাতুন, বাবা- ইব্রাহিম মোড়ল । ছোটবেলা থেকে কবিতা দিয়ে লেখালেখির শুরু। প্রকাশিত কবিতার বই: মোরগের গলা ছেনে পাবি ১৯৯৮, নড়ে ওঠো নেজ – কুকুরে, চৈতন্যে ২০০০, গুলি ছোটার বোবারেখা ২০০৪, অনেক নক্ষত্র আমাদের কেউ না ২০১০, পুরনো অস্ত্রের শেষ মরিচাটুকু ২০১২, হেই হেই ডাইনে-ডাইনে বাঁয়ে ২০১৯। প্রবন্ধের বই: প্রয়োজন, সম্পর্ক ও কবিতা ২০১৯। পত্রিকা সম্পাদনা: নির্বাহী সম্পাদক, আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত ত্রৈমাসিক আবহমান'। সম্পাদক, বিষয়ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা 'হালখাতা' ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'গোলাঘর'। বই সম্পাদনা: হুমায়ুন কবির রচনাবলি, মঈন চৌধুরী প্রবন্ধসমগ্র, কবি আবুল হাসান মূল্যায়ন ।