Sohel Mazhar
সােহেল মাজহার কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক জন্ম : ১০ ডিসেম্বর, ১৯৭৬; বাগমারা, ময়মনসিংহ। পৈতকনিবাস : নিগুয়ারী, পাগলা, গফরগাও, ময়মনসিংহ।। শিক্ষা : বি.কম (সম্মান) এম,কম (ব্যবস্থাপনা)। সম্পাদনা : শিল্প-সাহিত্য ও মননের কাগজ ‘কাশপাতা'। পেশা : অধ্যাপনা, বরমী ডিগ্রী কলেজ, শ্রীপুর, গাজীপুর।। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশাের-তরুণদের উর্ধমী মাসিক ‘আসন্ন’- এর সহকারী সম্পাদক হিসেবে। লেখকের প্রকাশিত অন্যান্য বই কাব্যগ্রন্থ : ক. জলের ছােবল তাঁতঘরের নকশা- ২০১০ (বিশ্বসাহিত্য ভব খ, মন্ত্রবাশির বাদক- ২০১৮ (স্বপ্ন পরম্পরা) ক. বেদনাহত বিলের কুহক-২০২২ (গতিধারা)। মুক্তিযুদ্ধ : ক, মুক্তিযুদ্ধে গফরগাও- ২০১০ (গতিধারা)। খ. ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস- ২০১৩ (গতিধাৰ গ. মুক্তিযুদ্ধ ; জতীয় প্রেক্ষাপট ও পাগলা থানা- ২০ (বিশ্বসাহিত্য ভবন) প্রবন্ধ : ক. বাংলাদেশের উপন্যাসের স্বাধিকার আন্দোলন- ২০২২ (গতিধারা)। সাক্ষাৎকার গ্রন্থ : ক. কথা প্রসঙ্গে কথা ১- ২০২২ (গতিধারা)।