সত্যি বলতে গেলে এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। আমি এর আগে এই ধরণের বই দেখিনি আমার মনে হচ্ছে পৃথিবী বিশৃঙখলাপূর্ণ অবস্থায় প্রবেশের আগে যদি আমি এই বইটি পড়তে পারতাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষের মধ্যে ভালবাসা, সহানুভূতি, সহমর্মিতা ও দয়াপরবশতা এই পৃথিবীকে আরাে বেশি। সমগােত্রীয় করতে পারে এবং বর্তমানে ঘটে চলা সব ধরণের নৃশংসতা বন্ধ করতে পারে। লেখক ড. মুর্শেদের জন্য। আমার সর্বোচ্চ শুভকামনা রইল। আমি চাই ভবিষ্যতে তিনি এই ধরণের বই লেখা যেন বন্ধ না করেন। ড. এম. আর. খান, শিশুরােগ বিশেষজ্ঞ, বাংলাদেশের জাতীয় অধ্যাপক এই বই সময়ের চাহিদা। ডা. রুবায়ুল মােরশেদের বিশিষ্ট বইয়ের ওপর মন্তব্য করতে পেরে আমি খুশি। আমি আশা করি এই বইয়ের পাঠকেরা আমাদের সমাজ সম্পর্কে আরাে ভাল ধারণা লাভ করবে। জ্ঞানের এই ঝর্ণাতলায় ২ ও ৩-এর জন্য আমি অপেক্ষায় থাকলাম। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এক যুগেরও বেশি সময়ের বন্ধু ডা. রুবায়ুল মােরশেদ আজ ঢাকা থেকে আমাকে দেখতে এসেছে।
আমরা আমাদের সাম্প্রতিক বই আদান-প্রদান করেছি। তিনি একজন সব্যসাচী লেখক এবং ‘্যাভ আ নাইস ডে' নামে নিয়মিত স্বাস্থ্যবিষয়ক কলাম লেখেন। সৃষ্টিকর্তা তাঁর মঙ্গল করুন। অধ্যাপক অরুণ তিওয়ারি, লেখক, বিজ্ঞানী, দার্শনিক,
পরিচালক, কেয়ার ফাউন্ডেশন, ভারত। ২০১২ সাল থেকে আমি রুবায়ুলের ‘সম্মান প্রচেষ্টা সম্পর্কে জানি। আমি আনন্দের সঙ্গে বলছি যে তার সচেতনতা বৃদ্ধিমূলক প্রচেষ্টায় সরকার সাড়া দিয়েছে। আমি তাঁর ‘নৈতিক বিপ্লবের একজন ভক্ত। আমি বিশ্বাস করি যে এই বইয়ের মাধ্যমে তার এই বিপ্লব প্রতিফলিত হবে। জনাব আসাদুজ্জামান নূর, বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে সাংস্কৃতিক আইকন হিসেবে পরিচিত একজন লেখক তার নিজের সময়ের মূখ্যপাত্র এবং তার নিজের মত করে তার সময়কে দেখতে সাহায্য করেন। ডা. রুবায়ুল এর বর্তমান গবেষণা কাজ/বইটি আমাদের বিপুল তরুণ প্রজন্মের জন্য খুবই উপকারী। হবে। তার নৈতিক গল্প বলার প্রচেষ্টা গ্রিক ঈশপ ও ফরাসী দার্শনিক জ্য জ্যাক রুশােও (১৭১২-১৭৭৫) চালিয়েছিলেন। আমি আশা করি তিনি তাঁর ‘নৈতিক বিপব’ চালিয়ে যাবেন।... জনাব সাজ্জাদ শরিফ, কবি, লেখক, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক প্রথম আলাে বইটি পড়ে আমি মজা পেয়েছি। আমি সত্যিই ডা. রুবায়ুলের প্রচেষ্টার তারিফ করি। আমাদের আধুনিক পৃথিবী ভুলে গেছে এমন বিষয়গুলাে তুলে ধরাটা খুবই চমৎকার ও সত্যিকারঅর্থেই আন্তরিক প্রচেষ্টা। দয়াপরবশতা ও আমাদের পাশের মানুষের প্রতি শ্রদ্ধা থাকা খুবই গুরুতপূর্ণ। এটা আমাদের জীবনে বিরত পার্থক্য তৈরি করে দিতে পারে। আমি তাঁর বই জ্ঞানের এই ঝর্ণাতলায় ১-এর সঙ্গে সম্পৃক্ত সকল প্রচেষ্টার সাঙ্গীন সাফল্য কামনা করছি। মারিয়া হেলেনা বারেরা, লেখক, অ্যাটর্নি, পিএন আমেরিকান সেন্টার, ন্যাশনাল বুক ক্রিটিক সরে (যুক্তরাষ্ট্র) সদস্য