২৬.০৩.১৯৭২ তারিখে জাতীয়করণ নীতি ঘােষণা উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণে উল্লেখ করা হয়েছে, পারিবারিক অবকাঠামাে ধ্বংসসহ প্রায় ৩ কোটি মানুষ সর্বস্বান্ত হয়। এছাড়া ৩০ লক্ষ শহীদ হওয়া প্রসঙ্গে তিনি তার বক্তৃতা ও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। উপরােক্ত ক্ষয়ক্ষতি ছাড়াও আরও ক্ষতি রয়েছে, যা মােটেও কম গুরুত্বপূর্ণ নয়। সেগুলাে হলাে যে লক্ষ্যে এদেশের সাধারণ মানুষ প্রাণ দিয়েছিল তা বাস্তবায়িত না হওয়া। যে-সকল ম্যান্ডেট নিয়ে এদেশের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বহুকালের যেসব বৈষম্য ও শােষণ থেকে তারা মুক্তি চেয়েছিল তা শুধু ৪৭-উত্তর পাকিস্তানের তৈরি করা বৈষম্য ও শােষণ নয়। বরং তা ছিল সামাজিক স্তরবিন্যাসে শােষিত শ্রেণীর অর্থনৈতিক মুক্তির প্রশ্ন। বৃটিশ শাসন এবং পাকি শাসনের পূর্ব থেকেও সেসব শােষণ-শাসন সমাজে ছিল। এই শােষণ-শাসন থেকে মুক্তির প্রসঙ্গটি কমবেশি প্রকাশ পায় বঙ্গভঙ্গ থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিলগুলাে পর্যালােচনা করলে। দেখা যায় - এসব দাবী-দফা-ঐতিহাসিক ঘটনার মধ্যে জাতীয়তাবাদী উপাদান যেমন ছিল তেমনি ছিল সমাজতান্ত্রিক উপাদান। কৃষক-শ্রমিক-ছাত্র-সাধারণ মানুষ যুদ্ধ করেছে কিন্তু অর্থনৈতিক শােষণ ও বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য তাদের যুদ্ধের লক্ষ্য ছিল না - এটা হতে পারে না। এটাও হতে পারে না যে, তারা শুধু জাতীয় মুক্তির সংগ্রাম করেছে। যুদ্ধে তারা যে লক্ষ্যে যে পরিপূর্ণ ত্যাগ স্বীকার করেছিল সেসব লক্ষ্য-ম্যান্ডেট-দাবি-দফা-অধিকার-অবস্থা-ব্যবস্থা বাস্তবায়িত না হওয়া এবং বেহাত হয়ে যাবার যে ক্ষতি এবং সে ক্ষতি পূরণের কী উপায় ইত্যাদিও আলােচনা করার প্রয়ােজন রয়েছে।
Delivery Charge (Based on Location & Book Weight)
Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)
Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)
International Delivery: Charges vary by country and book weight - will be informed after order confirmation.
3 Days Happy Return. Change of mind is not applicable
Multiple Payment Methods: Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available.