কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য
কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য জন্ম ১৯৫৯। দক্ষিণ কলকাতার চিত্তরঞ্জন সেবাসদনে। বাবার সরকারি চাকরির কর্মস্থল, ডুয়ার্সের কামাক্ষাগুড়িতে আগমন এক বছর বয়সে। সেই থেকে উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ১৯৮১ থেকে ২০১৯, দীর্ঘ আটত্রিশ বছর পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ (বর্তমান নাম) বিভাগের আধিকারিকের চাকরি। শৈশবে সংগীত, কৈশােরে ফুটবল, যৌবনে সাংবাদিকতা ও লিটল ম্যাগাজিন সম্পাদনা করতে করতে উত্তরবঙ্গের জনজাতি-জীবন নিয়ে গবেষণার জীবন। জনজাতিজীবনের ওপর ফোটোগ্রাফিও তার অন্যতম নেশা। তিরিশ বছর বয়সে প্রথম গবেষণাগ্রন্থ। প্রকাশিত হলেও বাংলা ভাষায় কৃষ্ণপ্রিয়র কবিতার বই প্রথম বেরােয় ২০১০ সালে। কামাক্ষাগুড়ি ও আলিপুরদুয়ারে প্রায় চল্লিশ বছর কাটানাের পর গত একুশ বছর ধরে শিলিগুড়িতে বসবাস।