Skip to Content
Filters

author.name

এ এন এম বজলুর রহমান

এ এন এম বজলুর রহমান লেখালেখির শুরুটা কবিতা দিয়ে, সেই ছােট্টবেলায়। একটা সময় কবিতার খাতাটি হারিয়ে প্রােগ্রামিংয়ের এডিটরটাই হয়ে যায় লেখালেখির নতুন ক্যানভাস। ছাত্রাবস্থা থেকে প্রােগ্রামিং-ই ছিল তার ধ্যান-জ্ঞান। প্রােগ্রামিংয়ের জন্যে পছন্দের ভাষা হলাে জাভা।। জাভার প্রতি ভালােবাসা থেকেই জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ, (http://www.jugbd.org/) প্রতিষ্ঠা করেছেন। মাতৃভাষায় প্রােগ্রামিং শেখার আনন্দ দিতেই প্রিয় প্রােগ্রামিং ভাষা জাভা নিয়ে লিখে চলেছেন একের ব্র এক বই। তাঁর প্রথম বই “জাভা প্রােগ্রামিং” নব্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। “জাভা হ্রত প্রােগ্রামিং”, “অ্যাডভান্সড জাভা প্রােগ্রামিং”-এর পর এবার তাঁর নতুন বই “জাভা ওয়েব ✉ গ্রামিং”।