Skip to Content
Filters

author.name

চঞ্চল শাহরিয়ার

চঞ্চল শাহরিয়ার বাংলাদেশের সাহিত্য ভুবনে এক সুপরিচিত নাম । শৈশব থেকেই লিখছেন। প্রেম ও প্রকৃতি তার প্রিয় বিষয়। দেশের সব জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় নিয়মিত লিখছেন গল্প, কবিতা ও উপন্যাস, শিশুসাহিত্যেও তিনি সমান পারদর্শী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স) সহ এম.এ (ইতিহাস) করেছেন। কর্মজীবনে সাংবাদিকতা, অধ্যাপনা, এনজিও কর্মকর্তা হিসেবে যুক্ত হয়েছেন। চঞ্চল শাহরিয়ারের প্রকাশিত বইয়ের সংখ্যা ২২। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন কোটচাদপুর প্রেস ক্লাব পুরস্কার (১৯৯৯), খুলনা মােহনা সাহিত্য সংসদ পুরস্কার (২০০৩), মৌচাকে ঢিল সম্মাননা (২০১০), কিংসুক সম্মাননা (২০১৮), মহেশপুর সাহিত্য পরিষদ সম্মাননা (২০১৯)। বাংলা একাডেমির সদস্য চঞ্চল শাহরিয়ারের জন্ম। ৯ মার্চ ১৯৬৬।