Skip to Content
Filters

author.name

মো: আব্দুল হালিম

মােঃ আবদুল হালিম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনায় নিয়ােজিত। অত্যন্ত কৃতিত্বপূর্ণ ছাত্রজীবনের অধিকারী অধ্যাপক হালিম শিক্ষকতা জীবনেও বেশ কয়েকটি বিখ্যাত বৃত্তি লাভ করেছেন। এগুলাের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কমনওয়েলথ বৃত্তি যার। মাধ্যমে তিনি কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করেন (১৯৭৭-৭৯), ফোর্ড ফাউন্ডেশন ফেলােশিপ যার আওতায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে মার্কিন পররাষ্ট্রনীতি প্রণয়ন-বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন (জানুয়ারি-জুলাই, ১৯৮৯), এবং মার্কিন তথ্য 469777 (United States Information Agency, সংক্ষেপে USIA)-র ফেলােশিপ যা তাকে ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে সামার ইনস্টিটিউটে যােগদানে (জুনজুলাই, ১৯৯৯) সাহায্য করে। ইতােমধ্যে তিনি ছয়টি গ্রন্থ প্রণয়ন (এর মধ্যে একটি অধ্যাপক ফেরদৌস হােসেনের সাথে যুগ্মভাবে লিখিত) ও সম্পাদনা (দুটি, যার উভয়ই যুগ্মভাবে সম্পাদিত) করেছেন। এর মধ্যে সর্বশেষ গ্রন্থটি, যার শিরােনাম ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, মাওলা ব্রাদার্সই ২০০৩ সনে প্রকাশ করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও সম্পাদিত পুস্তকে তিন ডজনেরও অধিক গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন। এ ছাড়াও বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি কর্তৃক দশ খণ্ডে প্রকাশিত বাংলাপিডিয়ায় একটি ভুক্তি (entry) লেখাসহ ৮৭টি ভুক্তির অনুবাদ করে (অধিকাংশই ইংরেজি থেকে বাংলায়, এবং কয়েকটি বাংলা থেকে ইংরেজিতে) তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন।